উত্তর : তাকে সহযোগিতা করা বৈধ নয়। কারণ বর্তমানে গেইমগুলো জুয়া খেলার আধুনিক ভার্সন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া গেমটিগুলোতে মিউজিক, গান-বাজনা ও বাদ্যযন্ত্র, নগ্ন ও অশ্লীল ছবিসহ ইসলাম ও ঈমান পরিপন্থী আরো অনেক বিষয় যুক্ত আছে। সুতরাং এজাতীয় গেম খেলা নিঃসন্দেহে হারাম। আর যেটা হারাম, তার মাধ্যমে উপার্জন করাও হারাম। আল্লাহ তাআলা বলেন,
اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰہُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
‘যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জান না’ (সূরা আন-নূর: ১৯)। আর হারাম কাজে সহযোগিতা করা জায়েয নয় (সূরা আল-মায়িদাহ : ২)।
প্রশ্নকারী : কাবীরুল ইসলাম, ময়মনসিংহ।