উত্তর : ছিয়ামের জন্য নিয়ত করা অপরিহার্য। কারণ নিয়ত না করলে ছিয়াম হবে না। হাফছাহ (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ ‘যে ব্যক্তি ফজরের পূর্বে ছিয়ামের নিয়ত করেনি, তার ছিয়াম হয়নি’ (আবূ দাঊদ, হা/২৪৫৪, সনদ ছহীহ; মিশকাত, হা/১৯৮৭; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৯০, ৪/২২৬ পৃ.)। তাছাড়া প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল (ছহীহ বুখারী, হা/১; মিশকাত, হা/১)। তবে রামাযানের শুরুতে পূর্ণ মাসের জন্য একবার নিয়ত করলেই যথেষ্ট হবে। কারণ ছিয়াম পালনকারী প্রতিদিন ছিয়াম রাখার জন্যই সাহারী খায়। তাই সফর, অসুস্থতা কিংবা শারঈ কারণে ছিয়ামে বিচ্ছিন্নতা আসলে পুনরায় নতুন করে নিয়ত করতে হবে (উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৯তম খণ্ড , পৃ. ১৩৩)।
প্রশ্নকারী : আব্দুল মালিক, নারায়ণগঞ্জ।