উত্তর : কেউ যদি ভুলক্রমে সিজদার তাসবীহ রুকূতে পড়ে অথবা রুকূর তাসবীহ সিজদায় পড়ে তাহলে সে ছালাত শেষে সাহু সিজদাহ দিবে। কারণ রুকূ ও সিজদার তাসবীহগুলো ওয়াজিব, যা ভুলক্রমে তার থেকে ছুটে গেছে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭০০৭২)।
প্রশ্নকারী : কাইছার হানিফ, সাতকানিয়া, চট্টগ্রাম।