উত্তর : প্রবাস রাষ্ট্রের আইন-কানুন মেনে চলা, সেখানে প্রবেশের অনুমতি দেয়ার সময় ইসলাম বিরোধী কোন নিয়ম ছাড়া অন্য সকল প্রতিশ্রুতি বিধি মেনে চলা কর্তব্য। কেননা মুসলিমগণ চুক্তি রক্ষা করে, ওয়াদা পালনে সত্যবাদী হয় এবং আমানত যথাযথভাবে পালন করে। আল্লাহ তা‘আলা বলেন, وَ اَوۡفُوۡا بِالۡعَہۡدِ ۚ اِنَّ الۡعَہۡدَ کَانَ مَسۡـُٔوۡلًا ‘আর চুক্তি পূর্ণ কর। নিশ্চয় চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (সূরা বানী ইসরাঈল: ৩৪)। সুতরাং যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে সে ভুল করেছে। তবে এর মানে এই নয় যে, সে তার কাজের বিনিময়ে প্রাপ্ত অর্থ হারাম। যদি কাজটি হালাল হয় তাহলে তার বিনিময়ে প্রাপ্ত অর্থও হালাল। আইন ভঙ্গ করা আলাদা বিষয় আর কাজের বিনিময়ে উপার্জিত অর্থ আলাদা বিষয় (মিসরীয় ফতোয়া বোর্ড, ফৎওয়া নং- ১৩১৩)।
প্রশ্নকারী: সেলিম, সুইডেন।