উত্তর : না, এমতাবস্থায় পিতা তার সব সম্পত্তি মেয়েকে লিখে দিতে পারবে না। কেননা মেয়ে তার পিতা-মাতার সম্পত্তির অংশীদার হবে তাদের মৃত্যুর পরে এবং সে তাদের রেখে যাওয়া সম্পদের অর্ধাংশের বেশি প্রাপ্য হবে না। আর মেয়ে যদি একাধিক হয় তবে তারা পাবে দুই তৃতীয়াংশ। এমর্মে মহান আল্লাহ বলেন,
یُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ فَاِنۡ کُنَّ نِسَآءً فَوۡقَ اثۡنَتَیۡنِ فَلَہُنَّ ثُلُثَا مَا تَرَکَ وَ اِنۡ کَانَتۡ وَاحِدَۃً فَلَہَا النِّصۡفُ.
‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই দু’য়ের অধিক হয়, তবে তাদের জন্য ঐ সম্পদের তিন ভাগের দুই ভাগ প্রাপ্য; যা রেখে তারা মারা গেছে। আর যদি একজন হয়, তবে তার জন্য অর্ধেক প্রাপ্য (সূরা আন-নিসা : ১১)।
প্রশ্নকারী : রুবেল আহমাদ, রাজশাহী।