উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। সরকারকে প্রদত্ত জমির খাযনার সাথে ওশরকে একত্রিত করা যাবে না। খাযনা হচ্ছে ভূমিকর, যার সাথে ফসলের কোন সম্পর্ক নেই। ফসল না হলেও প্রতিবছর খাযনা পরিশোধ করতে হয়। অপরদিকে ‘ওশর’ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ফসলের কর, যা ফসল হওয়া এবং নিছাব পূর্ণ হওয়ার সাথে সম্পৃক্ত। তাছাড়া খাযনার পরিমাণের সাথে ওশরের পরিমাণেরও কোন মিল নেই (ফাতাওয়া সাত্তারিয়া, পৃ. ২০০)। উল্লেখ্য যে, ভূমিকর (খারাজ) ও ওশর একত্রিত হয় না মর্মে হেদায়া গ্রন্থে বর্ণিত হাদীছটি নিতান্তই যঈফ (ঐ, পৃ. ২০১)।
প্রশ্নকারী : হাবীবুল্লাহ, উত্তরা, ঢাকা।