উত্তর : টিকিট ছাড়া রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। এটা কুরআন ও সুন্নাহর আলোকে গুনাহের কাজের অন্তর্ভুক্ত। এটা একদিকে প্রতারণা অন্যদিকে পাপ কাজে সহযোগিতা করা। রাসূল (ﷺ) বলেন, যে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় (ছহীহ মুসলিম হা/১০২)। অন্য হাদীছে এসেছে, ধোঁকাবাজ ও চক্রান্তকারী জাহান্নামে যাবে’ (ছহীহ ইবনু হিব্বান, হা/৫৬৭)। আল্লাহ বলেন, তোমরা পাপ কাজে পরষ্পরকে সহযোগিতা কর না (সূরা মায়েদাহ ২)। এমতাবস্থায় করণীয় হল, বেশি বেশি দান-ছাদাক্বাহ করা এবং তাওবা ও ইস্তিগফার করা।
প্রশ্নকারী : সাব্বির হোসেন, রংপুর।