উত্তর :এ ধরনের মহিলা একমাস ইদ্দত পালন করবে। অতঃপর অন্যত্র বিবাহ করতে পারবে। ত্বালাক্বের ইদ্দত এক হায়েয বা এক মাস (নাসাঈ, হা/৩৪৯৭; তিরমিযী, হা/১১৮৫)। আর ইদ্দতকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর পুনরায় স্ত্রী ঐ স্বামীর কাছে ফিরে যেতে চাইলে, সেক্ষেত্রে ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নেয়া জায়েয। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্মতি, অভিভাবক এবং দু’জন সাক্ষীর উপস্থিতি এবং নতুন মোহরানা অপরিহার্য (আল-মুগনী, ৮/৯৭; যাদুল মা‘আদ, ৫/১৭৯; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩২/৩৪৪; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ২০/২৩৫-২৩৬; ফাতাওয়া নূরুন আলাদ দারব ইবনে বায, ২২/১৭৭ ও ৩১৫-৩১৭; আশ-শারহুল মুমতি‘, ১২/৪৭১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২৩৫৭২)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আহমাদ, রংপুর।