উত্তর : বক্তব্য বা পারস্পরিক কথাবাবার্তা সালামের মাধ্যমে শেষ করবে। তখন ‘ওয়াস-সালামু আলাইকুম’ বলবে (তিরমিযী হা/২৪১৪, সনদ ছহীহ; মিশকাত হা/৫১৩০)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ মজলিসে উপস্থিত হলে যেন সালাম দেয় এবং মজলিস হতে বিদায়ের সময়ও যেন সালাম দেয়। প্রথম সালামের তুলনায় শেষের সালাম অধিক গুরুত্বপূর্ণ (আবু দাউদ, হা/৫২০৮; তিরমিযী, হা/২৭০৬; সনদ হাসান ছহীহ)। আর সালাম দিয়ে মজলিস শেষ করার সময় বলবে-
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ.
কোন মজলিস শেষে উক্ত দু‘আটি পাঠ করলে ঐ মজলিসে যা হয়েছে তা ক্ষমা করে দেয়া হয় (তিরমিযী, হা/৩৪৩৩)।
প্রশ্নকারী : দাউদ, মহেশপুর, ঝিনাইদহ।