উত্তর : যাবে। চারটি বিয়ে বলতে একই সময় ৪ জন স্ত্রী রাখার কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, গাইলান ইবনু সালামাহ আছ-ছাক্বাফী যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার নিকট জাহেলী যুগের ১০জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এখান থেকে তুমি যেকোন ৪জন স্ত্রী পসন্দ করে নাও (তিরমিযী, হা/১১২৮, সনদ ছহীহ)। ৪জন স্ত্রীর কোন একজন মারা গেলে স্বামী তৎক্ষণাত বিয়ে করতে পারবে, যা তার জন্য ৫ম বিয়ে হবে। আর ত্বালাক্ব হয়ে গেলে অপেক্ষা করতে হবে পুরোপুরি ৩ ত্বালাক্ব শেষ হওয়া পর্যন্ত অথবা ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১ম খ-, পৃ. ২৭৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ২য় খণ্ড, পৃ. ৬৪১; ইবনু তায়মিয়াহ, মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ১৫৪; ফাতাওয়া ইসলামিয়া, ১ম খণ্ড, পৃ. ৭৭৪, ফৎওয়া নং-১২২৯৮)।
প্রশ্নকারী : ইলিয়াস হোসেন, কালীগঞ্জ, সাতক্ষীরা।