উত্তর : হাদীছে কোন পরিমাণের কথা উল্লেখ নেই। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পেশাব এক ফোঁটা বা তার কম-বেশি যাই হোক না কেন তাতে ওযূ ও ছালাত দু’টিই নষ্ট হয়ে যাবে (ফাতাওয়া শাবাকাতুল ইসলামিয়া, ফৎওয়া নং-৫৮৬৭৬)। আর যতটুকুতে নাপাকী লেগেছে ততটুকু ধৌত করলেই হবে (ছহীহ বুখারী, হা/২৩০; মিশকাত, হা/৪৯৪)।
প্রশ্নকারী : শহীদুর রহমান, ভারত।