উত্তর : আযানের পূর্বে উপরিউক্ত কাজগুলো করা সম্পূর্ণ শরী‘আত বিরোধী। অনুরূপ রামাযান মাসে সাহারীর সময় আযান না দিয়ে সাইরেন বাজানো, ডাকাডাকি করা, ঢাক পেটানো, দলধরে চিৎকার করা ইত্যাদি জাহেলী রীতি (ছহীহ বুখারী হা/১৯১৯, (ইফাবা হা/১৭৯৭, ৩/২৪৯ পৃ.); ছহীহ মুসলিম হা/১০৯২; মিশকাত হা/৬৮০; ফাৎহুল বারী হা/৬২১-এর আলোচনা দ্র.)। বরং সুন্নাত অনুযায়ী সাহারীর জন্য আযান দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৯১৯; ছহীহ মুসলিম, হা/১০৯২; মিশকাত হা/৬৮০)। আযান দেয়ার পূর্বে কোনকিছু বলা বা দু‘আ পড়ার কোন প্রমাণ পাওয়া যায় না। আযানের পর মাইকে উচ্চকণ্ঠে দু‘আ পড়াও ঠিক নয় (ছহীহ বুখারী, হা/২৯৯২, (ইফাবা হা/২৭৮৪, ৫/২২২ পৃ.); ছহীহ মুসলিম, হা/২৭০৪; মিশকাত হা/২৩০৩; বঙ্গানুবাদ মিশকাত হা/২১৯৫, ৫/৮৭ পৃ.)। অনুরূপ আযানের পর মসজিদে আসার জন্য পুনরায় ডাকা যাবে না। যেমন বহু মসজিদে চালু আছে। এটা স্পষ্ট বিদ‘আত (আবু দাঊদ হা/৫৩৮, ১/৭৯ পৃ., সনদ হাসান)।
প্রশ্নকারী : মেসবাহুল ইসলাম জুয়েল, নারায়ণগঞ্জ।