উত্তর : টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায় করেছেন (ছহীহ বুখারী, হা/১৫০৩, ইফাবা হা/১৪১৫-১৭, ৩/৬২-৬৩ পৃ.); ছহীহ মুসলিম, হা/২৩২৫; মিশকাত, হা/১৮১৫-১৮১৬)। ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) এবং ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৮তম খণ্ড, পৃ. ২৭৯)। তাই খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায় করাই সুন্নাত।
প্রশ্নকারী : লুৎফর রহমান, টাঙ্গাইল।