উত্তর : যাকাত প্রদানের জন্য আরবী বা ইংরেজী মাসের পার্থক্যের বিষয়টি যরূরী নয়; বরং যার নিকট যে মাসের হিসাব সহজবোধ্য, তিনি সে হিসাবে যাকাত প্রদান করবেন। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ‘আলী! যখন তোমার রূপার মুদ্রা দু’শ’ হবে এবং তার উপর এক বছর অতিবাহিত হবে, তখন তাতে পাঁচটি রূপার মুদ্রা যাকাত দিতে হবে। আর যখন বিশটি স্বর্ণের দীনার হবে এবং তার উপর এক বছর অতিবাহিত হবে, তখন অর্ধ দীনার যাকাত দিতে হবে। তারপর মুদ্রা যত বেশী হবে ঐ হিসাব অনুপাতে যাকাত দিতে হবে। এক বছর অতিক্রান্ত না হলে কোন মুদ্রায় যাকাত ফরয হবে না’ (আবূ দাঊদ, হা/১৫৭৩; বুলূগুল মারাম, হা/৪৮৭, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, রংপুর।