উত্তর : গানবাজনা নিঃসন্দেহে হারাম। এর প্রমাণ স্বরূপ অনেক ছহীহ হাদীছ আছে। কিন্তু উপরিউক্ত শাস্তি সংক্রান্ত হাদীছটি বাতিল ও বানোয়াট। হাদীছটি হল- مَنْ جلسَ إلى قينةٍ صُبَّ في أُذُنِه الآنُكُ يومَ القيامةِ ‘যে ব্যক্তি গান শ্রবণ করার উদ্দেশ্যে গায়িকাদের মজলিসে বসে আল্লাহ ক্বিয়ামত দিবসে তার কানে উত্তপ্ত গলিত শিশা ঢেলে দিবেন’। কিন্তু বিজ্ঞ মুহাদ্দিছগণের দৃষ্টিতে এটি বানোয়াট বা বাতিল হাদীছ, যা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত নয় (আল-‘ইলালুল মুতানা-হিয়াহ, ২য় খণ্ড, পৃ. ৭৮৬; আল-মুহাল্লা, ৫ম খণ্ড, পৃ. ৫৭; যঈফুল জামে‘, হা/৫৪১০)।
প্রশ্নকারী : রাহাত, মিরপুর, ঢাকা।