উত্তর : উক্ত দাবী সঠিক। কারণ জামা‘আতের সাথে আউওয়াল ছালাত আদায় করা সর্বোত্তম ইবাদত। আল্লাহ তা‘আলার নিকট সর্বোত্তম আমাল হল, আউওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা। ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, কোন্ ‘আমলটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? তিনি বললেন, যথা সময়ে ছালাত আদায় করা...’ (ছহীহ বুখারী, হা/৫২৭; তিরমিযী, হা/১৭০, ১৭৩, ১৮৯৮)। তাই যখন লোকেরা দেরী করে ছালাত আদায় করবে অর্থাৎ প্রথম ওয়াক্তে আদায় করবে না, তখন নবী করীম (ﷺ) একাকী ছালাত আদায় করে নেয়ারও নির্দেশ দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/৬৪৮;)। এত্থেকে আউওয়াল ওয়াক্তের গুরুত্ব ও মাহাত্ম্য প্রমাণিত হয়।
প্রশ্নকারী : নাজমুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।