উত্তর : এ বিষয়ে একটি স্পষ্ট হাদীছ এসেছে যেখানে এভাবে বসতে নিষেধ করা হয়েছে। যেমন আমর ইবনু শারীদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) একদা আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি আমার বাম হাত পিছনে রেখে হেলান দিয়ে বসে ছিলাম। রাসূল (ﷺ) বললেন, তুমি তাদের মত বসছ, যারা অভিশপ্ত?’ (আবূ দাঊদ, হা/৪৮৫০)। মোল্লা আলী কারী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে ইহুদীদের বিরোধিতা করা এবং অহংকারীদের অভ্যাস ত্যাগ করাই উদ্দেশ্য’ (মিরক্বাত, ১৩/৫০০ পৃ.)।
প্রশ্নকারী : কাউছার মাহমূদ, চট্টগ্রাম।