উত্তর : শরী‘আতের নির্দেশ হল, ওয়াক্ত হওয়ার সাথে সাথে ছালাত আদায় করা (ছহীহ বুখারী, হা/৫২৭; ছহীহ মুসলিম, হা/৬৪৮)। তাই কখন ছালাতের সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তা প্রত্যেক মুসলিমকে জেনে রাখতে হবে। বর্তমানে ঢাকাতে ১২টার দিকেই যোহরের ছালাতের সময় হয়। আর আছরের সময় হয় সাড়ে তিনটায়। তাই যোহরের ছালাত পড়ে পৃথক ইক্বামত দিয়ে আছরের চার রাক‘আত পড়ে জমা করে নিবে। কারণ আছরের সময় চলে যাওয়ার আশংকা থাকলে যোহরের সাথে আছরকে জমা করে পড়ে নেয়া যায় (ছহীহ মুসলিম হা/৭০৫)।
প্রশ্নকারী : তানযীল, মানিকগঞ্জ।