উত্তর : যদি সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ভেজা হয় এবং ভেজা পারফিউম ইহরামকারীর হাতে লেগে যায়, তাহলে সেটা ব্যবহার করা জায়েয নয়। আর যদি শুকনো হয় এবং শুধু ঘ্রাণ বের হয়, যেমন পুদিনা পাতার ঘ্রাণ বা আপেলের ঘ্রাণ এতে কোন অসুবিধা নেই (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৯১৭২)।
প্রশ্নকারী : আযীযুর রহমান, খুলনা।