উত্তর : না। কেননা এটা শরী‘আতের সাথে প্রতারণা। রাসূলুল্লাহ ফ বা ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের আমলের কোন অস্তিত্ব ছিল না (নায়লুল আওত্বার, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৬৮, ‘আক্বীক্বা’ অধ্যায়; মির‘আতুল মাফাতীহ, ২য় খণ্ড, পৃ. ৩৫১ ও ৫ম খণ্ড, পৃ. ৭৫)। কুরবানী ও আক্বীক্বা দু’টি পৃথক ইবাদত। অতএব পৃথকভাবেই তা পালন করতে হবে। উল্লেখ্য, একই দিনে কুরবানী ও আক্বীক্বা হলে আক্বীক্বার জন্য পৃথক ছাগল যবহ করতে হবে (নায়লুল আওত্বার, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৬৮ ‘আক্বীক্বা’ অধ্যায়)।