উত্তর : না। শরী‘আতে হালাল ও হারাম স্পষ্ট। তাই শরী‘আত যাকে হারাম করেছে তা থেকে বিরত থাকা একজন মুসলিমের জন্য আবশ্যক। মহান আল্লাহ বলেন, ‘আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি’ (সূরা লুক্বমান : ৬)। তাই উক্ত হারাম পণ্য বিক্রি করে উপকার নেয়া যাবে না। বরং সেগুলো নষ্ট করে দিতে হবে (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১০০২৫)।
প্রশ্নকারী : নাঈম, চট্টগ্রাম।