উত্তর : ছালাতে সাহু সিজদার বিধান হল- কোন ওয়াজিব ছুটে গেলে, রুকু-সিজদা বা রাক‘আত কমবেশী হলে বা কোন সন্দেহ হলে সাহু সিজদা দিতে হয়। সেক্ষেত্রে ইমাম ছাহেব সাহু সিজদা কেন দিলেন তা ইমাম ছাহেবই জানেন। বাহ্যিক কোন ভুল না হলেও তার ভিতরে সন্দেহের কারণে দিয়েছে। এর কোনটি না হলে ইমাম ছাহেব সাহু সিজদা দিতে পারবে না। দিলে তিনি তার সীমাতিক্রম করবেন। তবে এক্ষেত্রে ইমাম বা মুক্তাদির ছালাতে কোন ক্ষতি হবে না। ব্যক্তিগতভাবে ইমাম ছাহেবকে জবাবদিহি করতে হবে। কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে এমন কোন কর্ম করল অথচ তাতে আমাদের নির্দেশনা নেই সে কর্ম প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
প্রশ্নকারী : ফেরদৌস, মানিকছড়ি, খাগড়াছড়ি।