উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা পরস্পর হাদিয়া বিনিময় কর তাতে তোমাদের মাঝে ভালবাসার বন্ধন তৈরী হবে (আল-আদাবুল মুফরাদ, হা/৫৯৪, সনদ হাসান)। তাই প্রতিবেশী কোন হাদিয়া দিলে তা গ্রহণ করা উচিত, যদি স্পষ্ট হারাম বুঝা না যায়। সতর্কতা সত্ত্বেও সে যদি হারাম উপার্জন থেকে দেয়, তাহলে সে তার বোঝা বহন করবে (সূরা আল-আন‘আম : ১৬৪)। আর হারাম হওয়ার প্রতি বেশী সন্দেহ হলে এড়িয়ে যাবে এবং বিরত থাকার চেষ্টা করবে (ছহীহ বুখারী, হা/৫২; ছহীহ মুসলিম, হা/১৫৯৯)।
প্রশ্নকারী : আশা, বাগমারা, রাজশাহী।