উত্তর : ডান দিকে সালাম ফিরানোর পর মুক্তাদী বাকী ছালাত আদায়ের দাঁড়াতে পারবে। সালামের মাধ্যমেই ছালাতের সমাপ্তি ঘটে (আবূ দাঊদ, হা/৬১, সনদ হাসান ছহীহ)। অধিকাংশ বিদ্বানের মতে প্রথম সালাম শেষ হলে মাসবূক বাকী রাক‘আতগুলোর জন্য দাঁড়াতে পারবে। কারণ দুই সালামের প্রথমটি ওয়াজিব হলেও ২য় সালাম সুন্নাত। এমনটিই উল্লেখ করেছেন শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম নববী ও ইমাম আলবানী (মাজমূঊল ফাতাওয়া, ৩২/৪৮২; শারহু নববী, ২/২৩৬ পৃ.)।
প্রশ্নকারী : গিয়াসুদ্দীন শাহ, পশ্চিমবঙ্গ, ভারত।