উত্তর : কাজের অজুহাতে হাতের নখ রাখার একটি কৌশল মাত্র। হাতের নখ কেটে ফেলা প্রকৃতিগত সুন্নত। নবী (ﷺ) বলেছন, ‘প্রকৃতিগত আচরণ (নবীগণের তারীকা) পাঁচটি। যথা : ১. খাতনা করা। ২. লজ্জাস্থানের লোম কেটে পরিষ্কার করা। ৩. নখ কাটা। ৪. বগলের লোম ছিঁড়া। ৫. গোঁফ ছেঁটে ফেলা’ (ছহীহ বুখারী, হা/৬২৯৭; ছহীহ মুসলিম, হা/২৫৭)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘গোফ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাছা এবং বোগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেয়া হয়েছে; যাতে আমরা সে সব চল্লিশ দিনের বেশি ছেড়ে না রাখি’ (ছহীহ মুসলিম, হা/২৫৮)। তাছাড়া তাতে রয়েছে জন্তু-জানোয়ার ও কিছু কাফের মহিলাদের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন, যা মুসলিমের জন্য বৈধ নয় (ইবনে বায)।
প্রশ্নকারী : রাকিব, মুন্সিগঞ্জ, ঢাকা।