উত্তর : স্বাভাবিক অবস্থায় প্রতিরোধক যাদু বৈধ নয়। কেননা তা শয়তানী আমল (আবু দাঊদ, হা/৩৮৬৮; মিশকাত, হা/৪৫৫৩, সনদ ছহীহ)। তবে যাদকৃত ব্যক্তি হতে জাদুর প্রভাব দূর করার নিয়তে যাদু করা বৈধ। ক্বাতাদা (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনুল মুসাইয়িবকে বললাম, কোন এক ব্যক্তির রোগ হয়েছে অথবা স্বীয় স্ত্রী হতে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এমতাবস্থায় তার জন্য দু‘আ অথবা প্রতিরোধক যাদু বৈধ কি? তিনি বললেন, উহাতে কোন দোষ নেই। কারণ তারা উহা দ্বারা সংশোধন করতে চায়। সুতরাং যাতে উপকার সাধন হয় তা নিষিদ্ধ নয় (ছহীহ বুখারী, হা/৫৭৬৫ ‘জাদুর চিকিৎসা করা যাবে কি না?’ অনুচ্ছেদ-৪৯, ‘চিকিৎসা’ অধ্যায়-৭৬)।