উত্তর: হাদীছটি মুনকার। এর সনদে ‘ইয়ামান ইবনু আল-মুগীরা’ নামক একজন দুর্বল রাবী আছে। ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) তাকে যঈফ বলেছেন। ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) তাকে যঈফ বলেছেন। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তার সম্পর্কে বলেন, সে মুনকারুল হাদীছ। ইমাম নাসাঈ (রাহিমাহুল্লাহ) বলেন, সে ছিক্বাহ নয় (সিলসিলা যঈফাহ, হা/১৩৪২)।
প্রশ্নকারী : মুনীরুল ইসলাম, দারুশা, রাজশাহী।