উত্তর : প্রিন্স (prince) শব্দের অর্থ হল নেতা, রাজা, সরদার, অধিপতি, রাজবংশীয় পুরুষ, রাজকুমার, রাজপুত্র ইত্যাদি। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থেই রাজা বা রাজপুত্র কিংবা উপরিউক্ত উপাধি সমূহের মধ্যে অন্তর্ভুক্ত হন, তাহলে তাঁকে সেই উপাধিতে ভূষিত করা দোষনীয় নয় (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৩২৩১৪)। ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) যখন বাদশা ফায়সাল ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)-কে পত্র লিখতেন তখন তাঁকে সম্মানিত বাদশা বলে সম্বোধন করতেন। যেমন,
من عبدالعزيز بن عبدالله بن باز إلى جلالة الملك المعظم فيصل بن عبدالعزيز وفقه الله لكل خير، وبارك في حياته، آمين
‘আব্দুল আযীয ইবনু আব্দুল্লাহ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-এর পক্ষ থেকে মহামান্য বাদশাহ ফায়সাল ইবনু আব্দুল আযীযের প্রতি, আল্লাহ তা'আলা তাঁকে সার্বিক সফলতা দান করুন এবং তার জীবনে বরকত দান করুন, আমীন ...’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত ইবনু বায, ২১/৪১৯ পৃ.)।
প্রশ্নকারী : হাসানুযযামান হাসান।