উত্তর : সেলুনের যেগুলো বৈধ কাজ সেগুলো করা যাবে। কিন্তু দাড়ি কাটা, ছাটা, মু-ন করা এধরনের হারাম কাজ করা যাবে না। কারণ এটা শরী‘আতে হারাম। আর হারাম অবৈধ কাজে সহযোগিতা করা নিষেধ। আল্লাহ তা‘আলা বলেন, ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (সূরা আল-মায়েদাহ : ২)।
প্রশ্নকারী : মে‘রাজ, রাজশাহী।