উত্তর : উক্ত কথাটি সঠিক নয়। বরং যদি জানা যায় যে, ছালাতের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু মুওয়াযযিন আযান দিতে বিলম্ব করছে, তাহলে আযান না শুনেও ছালাত আদায় করা যাবে। কেননা এ ক্ষেত্রে ওয়াক্ত হওয়া যরূরী (সূরা আন-নিসা : ১০৩)।
প্রশ্নকারী : আশরাফুল আলম, টাঙ্গাইল।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ১৭৫ বার পঠিত