উত্তর : কোন ওযরের কারণে (যেমন ঘুম, ভুলে যাওয়া, কঠিন ব্যস্ততা) সুন্নাতে মুয়াক্কাদা যথাসময়ে আদায় করতে না পারলে তা পরবর্তীতে ক্বাযা আদায় করা যায়। তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে পরবর্তীতে আদায় করা যাবে না (শারহুল মুমতি‘, ৪/৭২ পৃ.)। আর সুন্নাত ছালাত মসজিদে আদায় করা থেকে বাড়িতে আদায় করা উত্তম এবং এটাই মুস্তাহাব। রাসূল (ﷺ) বলেন,
إِذَا قَضَى أَحَدُكُمْ صَلَاتَهُ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ مِنْهَا نَصِيْبًا فَإِنَّ اللهَ جَاعِلٌ فِيْ بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا.
‘তোমাদের কেউ ছালাত পড়লে তার কিছু অংশ সে যেন তার ঘরে পড়ে। কারণ তার ছালাতের উসীলায় আল্লাহ তার ঘরে প্রাচুর্য দান করেন’ (ইবনু মাজাহ, হা/১৩৭৬, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, যশোর।