উত্তর : এমনটা করা উচিত নয়। কারণ মসজিদে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। বিক্রয় বস্তু যাই-ই হোক না কেন। এমনকি ইয়াতীম-গরীবদের জন্য হলেও চলবে না। তবে মূল্য লিখিত রেখে কোন দামাদামি ছাড়া এবং বিক্রেতাহীন নিয়ে মূল্য রেখে যাবে এমন হলে ক্রয়-বিক্রয়ের মধ্যে পড়ে না বিধায় তা চলবে (ইসলাম সুওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৫২৪)।
প্রশ্নকারী : মুহাম্মাদ, খুলনা।