উত্তর : রামাযান মাসে সৎ আমলের ফযীলত অবশ্যই বেশি, তবে বিস্তারিতভাবে নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের কথা হাদীছে বর্ণিত হয়নি (মাজমূঊ ফাতওয়া লিইবনি বায, ১৫/৪৪৭ পৃ.)। এছাড়া কিছু বিশেষ আমলের কথা এসেছে যেমন, রামাযান মাসে উমরাহ করা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হজ্জ করার সমপরিমাণ ছাওয়াব (ছহীহ বুখারী, হা/১৮৬৩)। লাইলাতুল কদরের রাত ইবাদতে অতিবাহিত করা হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ’ (সূরা আল-কদর : ৩)।
প্রশ্নকারী : মুনায়েম, ময়মনসিংহ।