উত্তর : রজব মাসে নির্দিষ্ট কোন ইবাদত নেই। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর ছাহাবীগণের পক্ষ থেকে রজব মাসের ফযীলতের ব্যাপারে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। তবে রজব মাস চারটি হারাম মাসের অন্যতম। অন্যান্য হারাম মাসের মত এ মাসেও গুনাহের কাজ করা মারাত্মক অপরাধ। বিশেষভাবে এ মাসকে কেন্দ্র করে কোন ইবাদত পালন করা যাবে না। ইসলামের দ্বিতীয় খলীফা ওমর (রাযিয়াল্লাহু আনহু) রজব মাসে বিশেষ ছিয়াম পালন করতে নিষেধ করতেন এবং ছিয়াম পালনকারীদের প্রহার করতেন (আল-ইরওয়া, হা/৯৫৭, সনদ ছহীহ)। ইবনু বায (রাহিমাহুল্লাহ) এ মাসে বিশেষ ছালাত আদায় ও রাত্রি জাগরণকে বিদ‘আত বলেছেন (মাজমূ‘ ফাতাওয়া ওয়া মাক্বালাতুশ শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ), ১১তম খন্ড, পৃ. ৪২৭)।
প্রশ্নকারী : জসীম উদ্দীন, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।