উত্তর : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত নিম্নোক্ত হাদীছগুলো ছহীহ ও হাসান পর্যায়ের। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কুরআনের ত্রিশ আয়াতের একটি সূরা আছে, যা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে। অবশেষে তাকে ক্ষমা করে দেয়া হবে। সে সূরাটি হচ্ছে- তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ (আবূ দাঊদ, হা/১৪০০; মিশকাত, হা/২১৫৩, সনদ হাসান)। অন্যত্র বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি প্রত্যেক রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ পাঠ করবে আল্লাহ তা‘আলা তাকে এর দ্বারা কবরের আযাব থেকে রক্ষা করবেন’ (নাসাঈ, সুনানুল কুবরা, হা/১০৫৪৭; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৪৭৫)। হাসান হাদীছও আমলযোগ্য।
প্রশ্নকারী : মাহী, বরগুনা।