উত্তর : এ মর্মে বর্ণিত হাদীছটি হাসান। হাদীছটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ঔ বিয়েতে বরকত আছে যে বিয়ের মহর ও প্রস্তাবনা সহজ (আহমাদ, হা/২৪৫২৯; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/১৬৩৮৪; হাসান, ইরওয়া, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ২৩৮, হা/১৯২৮)। মোল্লা আলী কারী (রাহিমাহুল্লাহ) বলেন, যে বিয়েতে খরচ কম এবং প্রস্তাবে সহজ তাতে বরকত বেশি (মিরকাত, ৫ম খণ্ড, পৃ. ২০৪৯)।
প্রশ্নকারী : ছিফাত, নওগাঁ।