উত্তর : কুরআন ও ছহীহ হাদীছের আলোকে রবীউল আউয়াল মাসের বিশেষ কোন মর্যাদা বা বিশেষ কোন ইবাদত নেই। এর দিনগুলো আর পাঁচটা সাধারণ মাস বা দিনের মতই। তাই এ দিনে ছিয়াম রাখা, পৃথকভাবে ছালাত আদায় করা হারাম। রাসূল (ﷺ) নির্দেশ নেই এমন যেকোন আমলই বিদ‘আত (মুসলিম হা/১৭১৮)।
প্রশ্নকারী : সা‘দ মুহাম্মাদ, ঢাকা।