উত্তর : উক্ত ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে না। কারণ এই বিশ^াস শিরকে আকবার পর্যায়ের বা বড় শিরকের অন্তর্ভুক্ত (ইসলাম সওয়াল ওয়া জওয়াব নং-১০২৮৯)। তাছাড়া রাসূল (ﷺ) মারা গেছেন এই আক্বীদা পোষণ করতে হবে (সূরা যুমার ৩০; বুখারী হা/৪৪৫৪)। বারযাখী জীবনে তিনি জীবিত আছেন, কিন্তু দুনিয়াবী জীবনের সাথে এর কোন সম্পর্ক নেই (মুসনাদে আবী ইয়ালা হা/৩৪২৫; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ হা/৬২১; মুসলিম হা/২৩৭৫)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, দিনাজপুর।