উত্তর : কেউ কোন আমানত দিলে মুসলিম ব্যক্তি হিসাবে তা রক্ষা করা উচিত। আমানত রক্ষা করাও মুমিনের আলামত, আর খেয়ানত করা মুনাফিকের আলামত (ছহীহ বুখারী, হা/৩৩)। সম্পদের সাথে সাথে কেউ কোন কথা আমানত রাখলেও তা আমানত হিসাবেই গণ্য হবে। তাই যেকোনভাবে তা এড়িয়ে চলা অথবা কোন মন্তব্যই না করা উচিত।
প্রশ্নকারী : আবূ হুরায়রা, মান্দা, নওগাঁ।