উত্তর : উক্ত বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। তবে ছহীহ হাদীছে শুধু ৯ ও ১০ তারিখে ছিয়াম পালনের কথা এসেছে। যে ব্যক্তি উক্ত দুই দিন নফল ছিয়াম রাখবে, আল্লাহ তা‘আলা তার বিগত এক বছরের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দিবেন (ছহীহ মুসলিম, হা/২৮০)। উল্লেখ্য যে, মুহাররম মাসের ফযীলত সম্পর্কে অসংখ্য জাল ও ভিত্তিহীন বর্ণনা রয়েছে। এগুলো থেকে সতর্ক থাকা আবশ্যক।
প্রশ্নকারী : আখতার, পাবনা।