উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আল্লাহ তা‘আলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি লিপিবদ্ধ করেছেন আসমান ও যমীন সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বে ’ (ছহীহ মুসলিম, হা/২৬৫৩; মিশকাত, হা/৭৯)। তবে ক্বদরের রাতে মানুষের আগামী এক বছরের রিযিক, হায়াত, মউত ইত্যাদি বণ্টন করা হয় মাত্র। মহান আল্লাহ বলেন,
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃٍ مُّبٰرَکَۃٍ اِنَّا کُنَّا مُنۡذِرِیۡنَ- فِیۡہَا یُفۡرَقُ کُلُّ اَمۡرٍ حَکِیۡمٍ.
‘আমরা একে (কুরআন) নাযিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমরা সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়’ (সূরা আদ-দুখান : ৩-৪)। তাছাড়া সালাফী বিদ্বানগণ এ ব্যাখ্যাই দিয়েছেন (দেখুন বিস্তারিত : তাফসীরে ত্বাবারী, ২২তম খণ্ড, পৃ. ৯; তাফসীরে ইবনু কাছীর, ৪র্থ খণ্ড, পৃ. ৪৬৯ ও ৭ম খণ্ড, পৃ. ২৪৬; উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২য় খণ্ড, পৃ. ৮২ ও ২০তম খণ্ড, পৃ. ৩৪৪)।
প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, বগুড়া।