উত্তর : পারবে না (নাসাঈ হা/৫০৮৯, সনদ হাসান)। এটা নারীদের সাজসজ্জার অন্তর্ভুক্ত। পুরুষের জন্য নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করা জায়েয নয়। রাসূল (ﷺ) এগুলো থেকে বারণ করেছেন এবং এমন পুরুষকে লা‘নত করেছেন, যে লোক মহিলার সাথে সাদৃশ্য গ্রহণ করে এবং এমন মহিলাকে লা‘নত করেছেন যে মহিলা পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে। তাই এটি জায়েয নয় (শায়খ ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ২/৫৯৯ পৃ.)।
প্রশ্নকারী : হাবীবুর রহমান, বগুড়া।