উত্তর : মসজিদ ও কবরের মাঝে কোন দেয়াল বা রাস্তা অথবা যথেষ্ট পরিমাণ দূরত্ব না থাকলে সে মসজিদে ছালাত হবে না। কারণ রাসূল (ﷺ) বলেন, لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا ‘তোমরা কবেরর উপর বস না এবং তার দিকে মুখ করে ছালাত আদায় কর না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২)। রাসূল (ﷺ) বলেন, ‘সাবধান! পূর্ববর্তী যারা ছিল তারা তাদের নবী ও সৎ ব্যক্তিদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। তোমরা কবরকে মসজিদে পরিণত কর না। আমাকে এ থেকে নিষেধ করা হয়েছে (ছহীহ মুসলিম, হা/৫৩২)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আদিল, কক্সবাজার।