উত্তর : উক্ত ধারণা সঠিক নয়। বরং ক্বা‘বার গিলাফ ধরে বরকত কামনা করা, দু‘আ করা বা কান্নাকাটি করা বিদ‘আত। কারণ এটা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত নয়। মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান (রাযিয়াল্লাহু আনহু) ত্বাওয়াফ করার সময় যখন ক্বা‘বা ঘরের প্রতিটি কোণ স্পর্শ করছিলেন, তখন আব্দুল্লাহ বিন আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) -এর প্রতিবাদ করে বলেন, আপনি অন্য দু’টি কোণ স্পর্শ করছেন কেন? রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এই দু’টি কোণ স্পর্শ করতে দেখিনি। (অর্থাৎ তিনি শুধু হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানী স্পর্শ করতেন)। উত্তরে মু‘আবিয়া (রাযিয়াল্লাহু আনহু) বললেন, ‘ক্বা‘বা ঘরের কোন অংশই তো ছাড়ার নয়’। তখন ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) জবাবে বললেন, ‘নিশ্চয় আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আল-আহযাব : ২১)। এবার মু‘আবিয়া (রাযিয়াল্লাহু আনহু) আত্মসমর্পণ করে বললেন, তুমি সত্য বলেছো (মুসনাদে আহমাদ, হা/১৮৭৭; ছহীহ বুখারী, হা/১৬০৮)।
প্রশ্নকারী : শরীফ, দিনাজপুর।