উত্তর : প্রচলিত নিয়মানুযায়ী মসজিদে সুতরা দেয়া ঠিক নয়। কেননা ‘ছাহাবীগণ সুন্নাত ছালাত আদায় করার জন্য মসজিদের খুঁটির দিকে ছুটে যেতেন। তারা সুতরা হিসাবে মসজিদে ছোট ছোট কাঠ ব্যবহার করতেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া সুতরার ব্যাপারে যে নির্দেশনা এসেছে তা মুস্তাহাব, ওয়াজিব নয়’ (ফাতাওয়া লাজনা আদ-দায়িমাহ, ৭ম খণ্ড, পৃ. ৭৯)। উল্লেখ্য যে, খোলা মাঠে সুতরা দেয়ার কথা হাদীছে বর্ণিত হয়েছে। তবে যিনি ছালাত আদায় করবেন, তিনি নিজে সামনে সুতরা রেখে ছালাত শুরু করবেন (ছহীহ মুসলিম, হা/৪৯৯; মিশকাত, হা/৭৭৫)। অন্যের সামনে কেউ সুতরা দিয়ে চলে যাবে এর কোন দলীল নেই।
প্রশ্নকারী : নাজমি আলম, কলকাতা, ভারত।