উত্তর : এটা নিজের জন্য নেয়া বৈধ হবে না। কারণ এখন এটা ঘুষের পর্যায়ে চলে গেছে। এই টাকা গ্রহণ করে থাকলে অবশ্যই প্রতিষ্ঠানের কাজে খরচ করতে হবে। আয্দ গোত্রের ইবনুল লুতবিয়া নামের এক লোককে ছাদাক্বাহ সংগ্রহের কাজে নিযুক্ত করা হলে তিনি ফিরে এসে বললেন, এগুলো আপনাদের জন্য আর এগুলো আমাকে হাদিয়া দেয়া হয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বলেন, সে তার বাবার ঘরে কেন বসে থাকল না। তখন সে দেখতে পেত, তাকে কেউ হাদিয়া দেয় কি দেয় না? (ছহীহ বুখারী, হা/২৫৯৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মুরাদ, নওগাঁ।