উত্তর : যে সব ইনজেকশন খাদ্য হিসাবে ব্যবহৃত হয় না, সেগুলো রোগমুক্তির জন্য গ্রহণ করা যাবে। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিয়াম অবস্থায় (রোগমুক্তির জন্য) সিঙ্গা লাগাতেন (ছহীহ বুখারী, হা/১৯৩৮, ইফাবা হা/১৮১৫, ৩/২৬৪ পৃ.; ইরওয়াউল গালীল, হা/৯৩২)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে ছিয়াম অবস্থায় সিঙ্গা লাগাতে নিষেধ করতেন। কিন্তু পরে আবার অনুমতি প্রদান করেছেন (দারাকুৎনী, হা/৭; বায়হাক্বী-সুনানুল কুবরা, হা/৮০৮৬, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, ৪/৭২ পৃ.)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইনজেকশন যদি শরীরে পুষ্টি যোগায় কিংবা খাদ্যের মাধ্যমে শরীরে যে শক্তি অর্জিত হয় যেসব ইনজেকশনের মাধ্যমে একই শক্তি অর্জিত হয়, তাহলে এসব ইনজেকশনের কারণে ছিয়াম ভেঙ্গে যাবে। আর যে সব ইনজেকশন পানাহারের স্থলাভিষিক্ত নয় সেগুলোর কারণে ছিয়াম নষ্ট হবে না’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, (১৯তম খণ্ড, পৃ. ১৪৭)।
প্রশ্নকারী : মাহদী হাসান, টাঙ্গাইল।