উত্তর : উক্ত আক্বীদা অনেক মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষ করে ছূফী তরীকায় বিশ্বাসী ও তাবলীগ জামায়াতের মধ্যে উক্ত আক্বীদার প্রভাব রয়েছে। অথচ এটা কুফরী আক্বীদা। কারণ মৃত ব্যক্তি দুনিয়ার মানুষের কোন কথা শুনতে পায় না। আল্লাহ তা‘আলা বলেন, اِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَ لَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ ‘নিশ্চয় আপনি মৃতকে শুনাতে পারবেন না; বধিরকেও আহ্বান শুনাতে পারবেন না, যখন তারা মুখ ফিরিয়ে নেয়’ (সূরা আন-নামল : ৮০; সূরা আর-রূম : ৫২)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, ‘জীবিত আর মৃত এক সমান নয়। আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান। যারা কবরে রয়েছে তাদেরকে আপনি শুনাতে পারবেন না’ (সূরা আল-ফাত্বির : ২২)। তারা অন্যের উপকার বা ক্ষতি করতে পারে না। সে জন্য ছাহাবায়ে কেরাম কখনো নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের কাছে গিয়ে কোন কিছু আবদার করেননি। অতএব এই ভ্রান্তিপূর্ণ আক্বীদা থেকে দূরে থাকতে হবে।
প্রশ্নকারী : আব্দুস সামাদ, নওগাঁ।