উত্তর : হ্যাঁ, অবশ্যই আছে। দু‘আটি নিম্নরূপ:
اللَّهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ إِيْمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيْمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ النَّبِىِّ ﷺ فِىْ أَعْلَى غُرَفِ الْجَنَّةِ
উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা ঈমা-নান লা- ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়াংফাদ ওয়া মুরা-ফাক্বাতান নাবী ছাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়া সাল্লামা ফী আ‘লা গুরাফিল জান্নাতি’। অনুবাদ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি, যে ঈমান হবে দৃঢ় ও মজবুত, যা নড়বড়ে হবে না, চাই এমন নে‘আমত যা ফুরিয়ে যাবে না এবং চিরস্থায়ী সুউচ্চ জান্নাতে প্রিয় নবী মুহম্মাদ (ﷺ)-এর সাথে থাকার তাওফীক আমাকে দিবেন’ (আহমাদ, হা/৩৭৯৭; ছহীহ ইবনু হিব্বান, হা/১৯৭০; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/২৩০১)।
প্রশ্নকারী : যহরুল ইসলাম, খুলনা।