উত্তর : সূদের মাধ্যমে যে ঋণ গ্রহণ করা হয় তা সম্পূর্ণ হারাম। আর হারাম ভক্ষণকারীর দু‘আ কবুলের উপযুক্ত নয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, যে এলোমেলো চুলে, ধূলামলিন অবস্থায় সুদীর্ঘ সফরে থেকে আকাশ পানে দু’হাত তুলে ‘ইয়া রব্ব্! ‘ইয়া রব্ব্!’ বলে দু‘আ করে। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম বস্তু দিয়েই তার শরীর পুষ্ট হয়েছে। তবে তার দু‘আ কিভাবে কবুল করা হবে? (ছহীহ মুসলিম, হা/১০১৫)।
প্রশ্নকারী : বাহারুল ইসলাম, কলকাতা, ভারত।